বিপিএল আয়োজনে অর্থমন্ত্রীর না

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল ) নিয়ে যে নাটক চলছে তার অবসান যেন হতেই চাইছে না। বরং তা আরো বড় আকারে বাড়ছে। দিনকে দিন একের পর‌ এক নতুন সমস্যা আরো বড় বাধা তৈরি করছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ। প্রথমে সাকিবের দল বদল নিয়ে সমস্যা এরপর ফ্র্যাঞ্চাইজিদের সমস্যা এবং সর্বশেষ আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড – বিসিবি এর সাবেক প্রেসিডেন্ট এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল বলছেন এক বছরে দুটি বিপিএল আয়োজন করা যাবে না।

বিপিএল নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা মূলত সর্বপ্রথম শুরু হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দলবল এর পর। সাকিব আল হাসান ঢাকা ডাইনামাইটস ছেড়ে রংপুরে যোগ দেবার পর শুরু হয় জটিলতা এরপর নিয়ম পরিবর্তন করা হয় যাতে অসন্তোষ প্রকাশ করেছিলেন খোদ মাহেলা জয়াবর্ধনে এবং টম মুডির মতো হাই প্রোফাইল কোচ। এরপর শুরু হয় ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে বিড়ম্বনা। এখন আবার চলছে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত না হবার সম্ভাবনা। যার কারণে অর্থমন্ত্রী।

আহম মোস্তফা কামাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট এবং আইসিসির প্রেসিডেন্ট ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশের অর্থ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। যদিও তিনি ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে নেই কিন্তু ক্রিকেটের সাথে আছেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল ) এর জনপ্রিয় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক তার মেয়ে নাফিসা কামাল।

আহম মোস্তফা কামাল বলেছেন, ” বিপিএল আমার সময় তৈরি করা। বিপিএলের নিয়মে উল্লেখ আছে যে এক বছরে দুইবার বিপিএল হবে না। তাই বিপিএলের আইন অনুযায়ী এ বছর বিপিএল হবার কোনো সুযোগ নেই। কারণ এ বছর একটি বিপিএল অনুষ্ঠিত হয়ে গিয়েছে।”

এবছরের বিপিএল মূলত গতবছর আয়োজিত হবার কথা ছিলো। কিন্তু বাংলাদেশে নির্বাচনের জন্য নির্বাচনের পর অনুষ্ঠিত হয় বিপিএল। আর বলা ছিলো এবার আরো একটি বিপিএল অনুষ্ঠিত হবে যা এ বছরের। কিন্তু অর্থ মন্ত্রীর কথা অনুযায়ী একই বছরে দুটি বিপিএল হলে নিয়ম অনুযায়ী সাংঘর্ষিক হবে তাই হয়তো তিনি এক বছরে দুটি বিপিএল অনুষ্ঠিত হবার পক্ষে না।

বিপিএল নিয়ে এমন মন্তব্যের পর বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুস কিছু বলতে চাননি। জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »