বিপিএলে মালিকানা নিতে আগ্রহী তিন প্রতিষ্ঠান

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

সারা বিশ্বে চলমান ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্টের মধ্যে অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট বিপিএলে নতুন দল নিতে আগ্রহ প্রকাশ করেছে তিনটি প্রতিষ্ঠান।

বিপিএল শুরু হতে এখনও বাকি দীর্ঘদিন। বছরের শেষ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের সপ্তম আসরে নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে তিনটি প্রতিষ্ঠান। যেখানে পুরনো দল চিটাগং ভাইকিংসের পুরনো মালিকানার বদলে দেয়া হচ্ছে নতুন মালিকদের হাতে।

বেশ কিছুদিন আগেই চিটাগং ভাইকিংসের মালিকানায় থাকা ডিবিএল গ্রুপ তাদের পক্ষ থেকে জানিয়ে দেয় তারা থাকছে এই দলটির সাথে। অন্যদিকে সিলেট সিক্সার্সও শঙ্কায় ছিল শেষ পর্যন্ত তারা টুর্নামেন্টে অংশ নিতে পারবে কিনা। তবে ঋণ পরিশোধ করে নিজেদের অংশগ্রহণ সিলেট নিশ্চিত করতে পারলেও চিটাগং আর আসেনি।

বিসিবির সাথে নতুন করে চুক্তি করার শর্তে চিটাগং ভাইকিংসের মালিকানা শেষ পর্যন্ত যেতে পারে আখতার গ্রুপের হাতে। অন্যদিকে বাকি যে দুই কোম্পানি ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে তারা শেষ পর্যন্ত বিপিএলে কোনো দলের অংশ হতে পারবে কিনা সেটা নির্ভর করবে বিপিএলে দল বাড়ানো হবে কিনা সেটার উপর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »