নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল ) ক্রিকেট থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে চিটাগাং ভাইকিংস। এই দলটির মালিকানা ছিলো ডিবিএল গ্রুপের কাছে। ডিবিএল গ্রুপ তাদের মালিকানা ছেড়ে দেয় যার ফলে এই নামে আর বিপিএলে দেখা যাবে না চিটাগাংকে। আর তাই এখন বিপিএল গভর্নিং বডি এই দলটির জন্য নতুন মালিকানার খোঁজে আছে। আর যদি নতুন মালিকানা আসে তবে নতুন নামে এই দলটি পুনর্গঠিত হবে।
বিপিএল ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন এ আর নতুন কিছু নয়। এর আগেও অনেকবার অনেক দলেরই হয়েছে। আর চিটাগাং ভাইকিংসের এই মালিকানা ছাড়ার বিষয়টি গত বছরও কম কিছু হয় নি। গত বিপিএলে প্লেয়ার ড্রাফটের আগে তারা তাদের অংশগ্রহণের বিষয়টি জানায়। মূলত এর আগের আসরে তারকাবহুল ক্রিকেটার নিয়েও ভালো করতে না পারায় এগোতে চাচ্ছিলো না। এমনকি শেষ দিকে তারা মুশফিকুর রহিমকে আইকন হিসেবে নেয়। তবে গত আসরে মুশফিকুর রহিমের নেতৃত্বে তারা সেরা সাফল্য পায়। প্রথমবারের মতো সেরা চারে উঠার যোগ্যতা অর্জন করে।
এবার আর দোটানায় ছিলো না তারা। সরাসরি মালিকানা ছেড়েই দিয়েছে ডিবিএল গ্রুপ। তাদের অংশ না করার বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি জানান, ” ডিবিএল গ্রুপ আগ্রহ প্রকাশ করে নি। তাই তাদের নামে যে দল ছিলো সেটি আর থাকছে না। নতুন কেউ যদি এই দল কিনতে আগ্রহী হয় তবে নতুন নামে আসবে চট্টগ্রামের দল।