নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিপিএল নিয়ে অভিযোগ হিসেবে শেষ করা যাবে না। একটা শেষ হতে না হতেই আর একটার সৃষ্টি হয়। প্রথম প্রথম ঝামেলা হত খেলোয়াড় আর কোচদের পাওনা টাকা নিয়ে, এখন হচ্ছে ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক। সপ্তম আসর নিয়ে বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে দল মালিকদের ঝামেলা আগের সব বিতর্ককে ছাড়িয়ে গেছে।
বারবার টুর্নামেন্টের নিয়ম বদল ও কাঠামো পরিবর্তন বড় বড় ক্রিকেটদের অনাগ্রহী করে তুলছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল জানালেন, ‘কথাবার্তা চললেও রশিদ খানের মত ক্রিকেটাররা বিপিএলে আসতে চান না পেশাদারিত্বের অভাবের জন্য।’
আজ সাংবাদিকদের সাথে কথা বলার সময় নাফিসা কামাল আরো জানান, ‘রশিদ খান আমাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়। কিন্তু গত ২ বছর ধরে একবারও তাকে পাওয়া যায় নি। তার অভিযোগ বিপিএলের কোন বিশ্বাসযোগ্যতা না। তাহলে কেন আমি অন্য ২ টা চুক্তি বাদ দিয়ে এখানে আসব? এখনো বিপিএলে পেশাদারিত্ব আসে নি।’
এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালের অভিযোগ হুট করে বোর্ড কর্তৃপক্ষ সকল চুক্তি অবৈধ ঘোষণা করায় বড় বড় ক্রিকেটারদের সাথে আবার নতুন করে কথা বলতে বিব্রত বোধ করছেন। কারণ তাদের সাথে আগে একবার চুক্তি করে এখন আবার কিভাবে নতুন করে এসব নিয়ে কথা বলবেন। শহীদ আফ্রিদি, হাশিম আমলার মত বড় বড় ক্রিকেটারদের সাথে চুক্তি করেও সেটা বাতিল হয়েছে। অবশ্যই এটা পেশাদারিত্বে পড়ে না।