https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল ফল বয়ে আনতে পারেনি আশানুরূপ। চন্ডিকা হাথুরুসিংহেকে বিদায় করে দেয়ার পর বহু কাঠখর পুরিয়ে দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় ইংলিশম্যান স্টিভ রোডসকে।
মূলত ইংলিশ কন্ডিশনে বিশ্বকাপ হবে বলেই এই কথা মাথায় রেখে নিয়োগ দেয়া হয় রোডসকে। তার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সাথে চুক্তি করেছিল আগামী বছর টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু বিশ্বকাপে ব্যর্থ দলের গুরু হওয়ায় মেয়াদ শেষ হবার আগেই তাকে বিদায় করে দিয়েছে বিসিবি।
আজ (সোমবার) বিসিবি কার্যালয়ে রোডসের সাথে বৈঠকে বসেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন, নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের সাথে।
বৈঠক শেষে নিজামউদ্দিন জানিয়েছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন আইসিসির সাধারন সভা শেষে দেশে ফিরলেই কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে রোডসের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে আজকেই। অর্থাৎ আজকেই বরখাস্ত করা হয়েছে দলের হেড কোচ স্টিভ রোডসকে।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে কোচ বিহীনভাবে যাচ্ছে টাইগাররা।