নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলমান এই ত্রিদেশীয় সিরিজ আরম্ভ হওয়ার আগেই ঘোষণা দিয়েছিলেন, এই সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মাসাকাদজা। যার ফলশ্রুতিতে আজ ৬ঃ৩০ টায় আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি মাসাকাদজার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। আর জিম্বাবুয়ের এই ব্যাটিং বিস্ময়ের অবসর নেওয়ার দিনে, তাকে বিশেষ সংবর্ধনা দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে ২০০৬ সালে খুলনায় বাংলাদেশের বিপক্ষেই টি-টোয়েন্টি অভিষেক হয়েছিলো তার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রায় নিয়মিতই দেখা যায় জিম্বাবুইয়ান এই ব্যাটসম্যানকে। মাসাকাদজাও বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি বলে সম্বোধন করেন। আর তাই বিসিবি উদ্যোগ নিয়েছেন, মাসাকাদজার বিদায়ী ম্যাচে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে তাকে।
৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। যা জিম্বাবুইয়ান হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। এমনকি জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ১ হাজার ৫৯১ রান, ১০ টি হাফসেঞ্চুরি এবং সর্বোচ্চ বাউন্ডারি মারার রেকর্ডও তার কাঁধে।
জিম্বাবুয়ে ক্রিকেটের দুঃসময়ে অধিনায়কের দায়িত্ব পালন করে করে দলকে আগলে রেখেছিলেন অনেক দিন ধরেই। যদিও তার ইচ্ছে ছিলো ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসরে যাওয়ার। তবে জিম্বাবুয়ের বোর্ড ভেঙে যাওয়ায়, দ্রুতই অবসরে চলে যাচ্ছেন তিনি।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশে এসেই তিনি বলেছিলেন, নিজের বিদায়ী সিরিজে ভালো করতে চান তিনি। তবে দলের সাথে সাথে মাসাকাদজাও ব্যর্থ ছিলেন পুরো সিরিজ জুড়ে। তাই নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটা জয় দিয়েই শেষ করতে চান এই জিম্বাবুইয়ান।