নিউজ ডেস্ক »
পরিবার পরিজনকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস। সোমবার সকালে তার লাশ মেহেরপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে শুধু পরিবারের সদস্যরাই জানাজায় অংশ নেন। বাবার মৃত্যুতে শোকে পাথর ইমরুল।
বাবাকে নিয়ে ইমরুল লিখেছেন এক আবেগঘন
বার্তা। ইমরুল লিখেন, ‘সবাই জানেন আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ২৩ মার্চ একটি বড় ধরনের দুর্ঘটনায় পড়েছিলেন, এর পর থেকে ২৮ দিন মৃত্যুর সাথে লড়াই করছিলেন। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন, যেখান থেকে আর কেউ ফিরে আসে না।’
ইমরুলের আজকের এই বড় তারকা হয়ে ওঠার পেছনে সবচেয়ে অবদান বেশি তার বাবার। সেই কথা মনে করে ব্যথিত ইমরুল জানান, ‘আমি ক্রিকেটার হয়ে ওঠা ও দেশের হয়ে খেলার বড় কারণ আমার বাবা। আমাকে সবসময় তিনি সমর্থন যুগিয়েছেন, এমনকি দুর্ঘটনার দিনও আমাকে ২-৩ বার ফোন করেছিলেন আমার ও আমার ছেলের খবর জানার জন্য।’
উল্লেখ্য গত ২৩ মার্চ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন ইমরুলের বাবা। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ১৯ এপ্রিল
রাতে।
৯:৩০ এএম
নিউজক্রিকেট/এসএস