https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
জিম্বাবুয়ে ক্রিকেটের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে সেই ঝরের মাত্রা এতটাই তীব্র যে পুরো ক্রিকেট বিশ্বে একসময় দাপিয়েবেড়ানো দেশটির সদস্য পদ স্থগিত করা হয়েছে। নোংরা রাজনীতির বেড়াজালে পরে দেশটির ক্রিকেটের এই টানাপড়েনের ফলে ক্রিকেটারদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। এরই প্রতিফলন হিসেবে এবার ক্রিকেটকেই বিদায় বলে দিলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সলোমন মিরে।
মিরে তার ইন্সট্রাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানান তার অবসরের ব্যাপারে। তিনি ওই পোস্টে লেখেন, ‘খুবই আবাগঘন সময় যাচ্ছে। বিশেষ করে জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য খুব বাজে সময়। সবাইকে অফিসিয়ালি ব্যাপারটা জানাতে চেয়েছিলাম আমি। খেলোয়াড় এবং কারিগরি কর্তাদেরকে আমি জানিয়েছি ক্রিকেটের সব ফরম্যাট থেকে আমি আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি। অসময়ে সিদ্ধান্ত জানানোটা আসলে দুর্ভাগ্যজনক। এই সময়ে নিজেকে নিয়ন্ত্রনে রাখতে না পেরে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’