শোয়েব আক্তার »
রাওয়ালপিন্ডি টেস্ট কে সামনে রেখে ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ এই দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট টি শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।
সর্বশেষ শ্রীলঙ্কা’র বিপক্ষে টেস্ট সিরিজ থেকে দুইজন ক্রিকেটার দল থেকে বাদ পড়েছেন। তাঁরা হলেন, কাসিফ ভাট্টি ও উসমান খাঁন শেনওয়ারি। উসমান খাঁন শেনওয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ খেললেও কোন ম্যাচ না খেলেই বাদ পড়েছেন কাসিফ ভাট্টি। তাঁদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার বিলাল আসিফ ও অলরাউন্ডার ফাহিম আশরাফ।
কায়েদ-এ-আজম ট্রফিতে ৪৩ উইকেট নিয়ে সবার নজরে আসেন অফ স্পিনার বিলাল আসিফ। টুর্ণামেন্টে দূর্দান্ত বোলিং করার ফল স্বরূপ ডাক পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে। এছাড়া একই টুর্ণামেন্টের ফাইনালে ৬ উইকেট নেওয়ায় অলরাউন্ডার ফাহিম আশরাফ দলে অর্ন্তভুক্ত করেছেন মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল।
পাকিস্তান টেস্ট দল: আজহার আলি (অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, বাবর আজম, ইমাম-উল-হক, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান খান সিনিয়র, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ইয়াসির শাহ।