বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘হেড টু হেড’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলমান আইসিসি বিশ্বকাপ মহারণে সেমি ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে নিজেদের চতুর্থ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। মঙ্গলবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। যদিও ম্যাচটিতে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

এদিকে আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে লঙ্কানদের থেকে দুই ধাপ এগিয়ে আছে টাইগাররা। বাংলাদেশ ৯০ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে ৭ নম্বরে আর ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ৯ম স্থানে অবস্থানে লঙ্কানরা।

বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। তার আগে দেখে নেই বাংলাদেশ-শ্রীলঙ্কা’র ‘হেড টু হেড’ পরিসংখ্যান;

বিশ্বকাপে হেড টু হেড:
ম্যাচ: ৩টি;
বাংলাদেশ জয়ী: ০টি;
শ্রীলঙ্কা জয়ী: ৩টি।

মুখোমুখি লড়াই:
মোট ম্যাচ: ৪৫টি;
বাংলাদেশ জয়ী: ৭টি;
শ্রীলঙ্কা জয়ী: ৩৬টি;
ড্র: ০টি;
ম্যাচ পরিত্যক্ত: ২টি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »