নিউজ ডেস্ক »
কোভিড-১৯ সঙ্কটকে বুড়ো আঙুল দেখিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট মাঠে ফেরাতে প্রস্তুত হচ্ছে ক্রিকেট বোর্ডগুলো এবং ক্রিকেটাররা টানা আড়াই মাস বন্ধ থাকার পর। ইতোমধ্যেই ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল মাঠে অনুশীলন শুরু করে দিয়েছে। এবার আগামী জুন-জুলাইয়ে ভারত ও বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আগামীকাল (১লা জুন) থেকে অনুশীলন শুরু করতে যাচ্ছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।
প্রথম দিন হোটেলে অনুশীলনে ঘাম ঝড়ালেও পরের দিন থেকেই কলোম্বো ক্রিকেট ক্লাব মাঠে ব্যাট-বল হাতে নিজেদের প্রস্তুত করবেন দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার জন্য। ১২ দিনের এই অনুশীলন ক্যাম্পে অংশ নিচ্ছে ১৩ জন ক্রিকেটার।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘১২ দিনের আবাসিক ক্যাম্প চালু করা হয়েছে৷ সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তাছাড়া ঐ বিবৃতিতে আরো বলা হয়, ‘এসএলসি সব ধরনের পদক্ষেপ নিয়েছে। ক্রীড়া ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবার স্বাস্থ্য বিধি মাথায় রেখেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই অনুশীলন চালাবে ক্রিকেটাররা।’