নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের ক্রিকেট পাড়ায় চলছে নানান ধরনের নাটকীয়তা৷ ক্রিকেটারদের ধর্মঘট থেকে শুরু করে সর্বশেষ সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার শংকা। সব মিলিয়ে এক অস্বস্তিকর অবস্থায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চোটের কারনে খেলছেননা সাইফুদ্দিন, সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে যাওয়া হচ্ছেনা তামিম ইকবালের। সাকিব আল হাসানের খেলা নিয়েও আছে সংশয়। তাই পরিবর্তন আনতে হচ্ছে পূর্বে ঘোষিত টি-২০ দলে৷
এরই মাঝে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টি-২০তে জঙ্গি হামলার হুমকি দিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) কে চিঠি পাঠিয়েছেন অল ইন্ডিয়া লস্কর-ই-তৈয়বা।
চিঠির বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। চিঠিতে আরও জানানো হয় ম্যাচের আগেও হামলার শিকার হতে পারে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলিও আছেন হামলার আশঙ্কায়৷ যদিও টি-২০ দলে নেই ভিরাট । এ ছাড়াও হামলার হুমকি দেয়া হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি কোবিন্দ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও।