https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আন্তর্জাতিক অঙ্গনে মুস্তাফিজের শুরুটা হয়েছিল বেশ রাজকীয়। ক্যারিয়ারের শুরুর দিকে বাংলাদেশ দলের জয়ের ক্ষেত্রে বেশিরভাগ ম্যাচেই অবদান রেখেছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। তবে গত দুই বছরে ইনজুরি কেড়ে নিয়েছে তার সেই দুর্দান্ত ফর্ম।
নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেও শুরুর দিকে খুব বেশি ঝাঁঝ দেখাতে পারেননি এই পেসার। তবে টুর্নামেন্টের শেষের দিকে এসে ঠিকই জ্বলে উঠেছেন তিনি। ভারত এবং পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন দমে যাবার পাত্র নন মুস্তাফিজ।
বাঁহাতি এ পেসারের এবারের বশ্বকাপে পারফরম্যান্স নিয়ে খুশিই হয়েছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাইতো পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে জানালেন মুস্তাফিজ বাংলাদেশের বড় সম্পদ।
মাশরাফি বলেন, ‘শুরুর দিকে মুস্তাফিজকে খেলা অনেক কঠিন ছিল। ইনজুরির সাথে গত দুই বছর ধরেই সে লয়াই করছে। তবে গত আয়ারল্যান্ড সিরিজ থেকে সে ছন্দ খুঁজে পেয়েছে আবার। সে দেশের জন্য বড় সম্পদ।’