নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে রোববার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি টাইগাদের জন্য বাঁচা-মরার । সুপার ফোরে যেতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই সাকিব-মুশফিকদের সামনে। শুধু জিতলেই চলবে না পরের ম্যাচের ফলাফলে দিকেই তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এমন পরাজয়ে মানসিকভাবে বিপর্যস্ত পুরো বাংলাদেশ দল। পরাজয়ের ব্যবধানটা বড় হওয়া রানরেটে অনেক পিছিয়ে। এটা বাংলাদেশে চিন্তার মূল কারণ। আপগানদের হারালেই চলবে না হারাতে হবে বড় ব্যবধানে।
এখন টাইগারদের সামনে ডু অর ডাই ম্যাচ। আফগানদের বিপক্ষে জিতলেও সুপার ফোরের আশা বেচে থাকবে অনেক ‘যদি-কিন্তু’র ওপর ভিত্তি করে। আর হারলে ধরতে হবে বাড়ির পথ।
লঙ্কানদের বিপক্ষে ছন্নছাড়া ব্যাটিংটাই বাংলাদেশের চিন্তা্র মূল কারণ। ওপেনিংয়ে তামিম-লিটনের অভাবটা বেশ ভালোভাবেই টের পেয়েছে টিম ম্যানেজমেন্ট। নাঈম শেখ-তানজিদ তামিম দুজনেই ব্যর্থ। ব্যাকআপ ওপেনার হিসেবে স্কোয়াডে থাকা অভিজ্ঞ এনামুল হক বিজয় সুযোগ পেতে পারেন একাদশে।
নাজমুল হোসেন শান্ত ছাড়া টপ অর্ডার কিংবা মিডল অর্ডারের কেউ রানের দেখা পাননি। তাইতো টাইগারদের জন্য চিন্তাটা আরও বেশি। স্কোর বোর্ডে রান তুলতে যাদের দায়িত্ব নেয়া প্রয়োজন তারাই রয়েছেন অফ ফর্মে। এমন অবস্থায় যেকোনো উপায়ে ভালো করা ছাড়া কোনো পথ নেই বাংলাদেশের সামনে।
অন্যদিক আফগানিস্তানের এশিয়া কাপ মিশন শুরু হবে এই ম্যাচ দিয়েই। আফগানরা এশিয়া কাপের আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে। যদির তারা হোয়াউট ওয়াশ হয়েছে। তবে গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে আফগানরা। তাই তো জয় পেতে মরিয়া থাকবে রশিদ-নবীরা।
আরএ/নিউজক্রিকেট২৪