নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ব্যতিক্রমধর্মী দারুণ একটি উদ্যেগ নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট। মহামারি করোনাভাইরাসের লকডাউন চলাকালীন সময়ে ক্রীড়া ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করেছে এমন স্পোর্টস কমিউনিটির কর্মচারী ও সেচ্ছাসেবীদের সম্মান জানিয়ে বেশ কয়েকটি স্টেডিয়ামের নাম ২৪ ঘন্টার জন্য ওই সেচ্ছাসেবীদের নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েলস ক্রিকেট ।বাংলাদেশকে গর্বিত করে সম্মানজনক এই জায়গাটিতে নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশী সাবেক ক্রিকেটার ও সুনামধন্য ক্রীড়া সংগঠক শহিদুল আলম রতন। দ্যা কিয়া ওভাল, স্যারে কাউন্টি ক্রিকেট ক্লাব তাদের স্টেডিয়ামের নাম করেছে বাংলাদেশের শহিদুল ইসলাম রতনের নামে “দ্যা কিয়া” “শহিদুল ইসলাম রতন ওভাল নামে।
লকডাউনে নিজের সংগঠন ক্যাপিটাল ক্রিকেট কিটস হতে দারুণ সব কাজ উপহার দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন রতন। রতনের ক্যাপিটাল কিডস ক্রিকেট সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে আসছে অনেক দিন ধরে। লন্ডনের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত ক্রিকেট প্রতিভা গুলোকে বিকশিত করতে অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছে ক্যাপিটাল কিডস ক্রিকেট। লকডাউনের সময়ে সুবিধাবঞ্চিতদের নিয়ে সুরক্ষিত ও নিরাপদ ভাবে বেশ কিছু কাজ করেছে এই সংগঠনটি। সবমিলিয়ে ক্যাপিটাল কিডস ক্রিকেট তাদের প্রশংসনীয় সেচ্ছাসেবীতার জন্য এই সম্মান পেয়েছে ওয়েলস ক্রিকেট থেকে।
উল্লেখ্য, শহিদুল ইসলাম রতন তার খেলোয়াড়ী জীবনে খেলেছেন ওয়ারী মহামেডানের হয়ে। একজন উইকেট কিপার ব্যাটসম্যান হয়ে প্রথম পর্যায়ে বেশ কিছুদিন বাইশ ধাপিয়ে বেড়িয়েছেন। এছাড়া খেলোয়াড়ী জীবন শেষে একজন ক্রীড়া সংগঠক হিসেবেও ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য খ্যাতি অর্জন করেছেন।
এত বড় সম্মান পেয়ে রতনের কাছে তার অনুভূতি জানতে চাওয়া হলে গনমাধ্যমকে রতন জানান:
নিঃসন্দেহে এটি খুব সম্মানের ও অনেক বড় একটি ব্যাপার আমার জন্য। এমন একটি অর্জন আমাদের মতো চ্যারেটি ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাজ করা মানুষদের জন্য বড় অনুপ্রেরণার। আমি এটির জন্য গর্ববোধ করছি। আমি স্যারে ক্রিকেটকে ধন্যবাদ দিতে চাই এটির জন্য।
নিউজক্রিকেট / ইফতি