বাংলাদেশকে সমীহ লঙ্কান অধিনায়কের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

কাগজে-কলমে হিসেব কষতে গেলে হয়তো বাংলাদেশ ও শ্রীলঙ্কা এই দুই দলকেই সমান সংখ্যক নম্বর দিতে হবে। দুই দলই যে কারো থেকে কেউ খুব বেশি এগিয়ে আছে সেটা বলার সুযোগ নেই। শ্রীলঙ্কার ঘরের মাঠ বলে কিছুটা বাড়তি সুবিধা যদি তারা পেয়েও থাকে তারপরও এশিয়ান কন্ডিশনে বলে বাংলাদেশও ছেড়ে কথা বলবে না সেটাও নিশ্চিত।

এদিকে বাংলাদেশ দলের মূল ভরসা সাকিব আল হাসান না থাকায় শক্তিতে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে টাইগার স্কোয়াডে। তবে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে সমীহই করছেন বাংলাদেশকে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে করুনারত্নে জানান, ‘গত কয়েক বছরে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলে আসছে। সাকিব বিশ্বকাপে চমৎকার ছিল। বাংলাদেশে অনেক ভালো দল। তাদেরকে হারাতে হলে আমাদের পুরোটা দিয়েই খেলতে হবে। কোনো দলকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। মাঠে আমরা আমদের সামর্থ্যের প্রমাণ দিতে চাই।’

নিজেদের পারফরম্যান্স সম্পর্কে বলতে গিয়ে লঙ্কান অধিনায়কের ভাষ্য, ‘বিশ্বকাপে আমরা ভালো খেলেছি। কখনও ভালো আবার কখনও খারাপ হয়েছিল আমাদের পারফরম্যান্স। কোচের ব্যাপারে কিছুই জানা নেই। বিশ্বকাপের মতই পরিকল্পনা নিয়ে মাঠে নামতে যাচ্ছি আমরা।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »