বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। বিশ্বকাপের ১২তম আসরের ১১তম দিনে গ্রুপ পর্বে ভারত তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি তৃতীয় ম্যাচ খেলতে যাওয়া অস্ট্রেলিয়ার।

আজ রবিবার (০৯ জুন) ইংল্যান্ডের রাজধানী লন্ডনের দ্য ওভাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টিভি (জিটিভি), মাছরাঙ্গা টিভি, পিটিভি ও স্টার স্পোর্টস চ্যানেল।

এখন পর্যন্ত একে অপরের ১৩৬ বার মোকাবেলা করেছে। যেখানে অস্ট্রেলিয়ার ৭৭ জয়ের বিপরীতে ভারতের জয় ৪৯টিতে আর বাকি ১০টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অন্যদিকে বিশ্বকাপে ১১ বারের দেখায় অস্ট্রেলিয়া ০৮ বার জয় লাভ করলেও ভারতের জয় মাত্র ০৩টিতে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »