বন্ধু কাদিরের প্রয়াণে আবেগঘন বার্তা ইমরানের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার আব্দুল কাদিরের মৃত্যুতে আবেগঘন বার্তা দিয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। একই সময়ে মাঠে দাপিয়ে বেড়ানো বন্ধুর মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ইমরান খান।

ক্রিকেটের ইতিহাসে পাকিস্তানের জার্সিতে কিংবদন্তী হয়ে উঠেছিলেন লেগি আব্দুল কাদির। জাতীয় দলের জার্সিতে সতীর্থ ইমরান খানের সাথে বিপক্ষ দলকে কুপোকাত করতেন দুজনে। একজন গতির ঝড় তুলতেন আর অন্যজন ঘুর্ণি জাদুতে বোকা বানাতেন ব্যাটসম্যানদের।

বন্ধু আব্দুল কাদিরের মৃত্যুতে ইমরান খান তার সত্যায়িত টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় শোক প্রকাশ করেন। তিনি লেখেন, ‘কাদিরের চলে যাওয়ায় খুবই দুঃখ পেয়েছি। তার পরিবারের প্রতি দোয়া ও সমবেদনা। আব্দুল কাদির একটি প্রতিভা ছিল, সর্বকালের সেরা লেগ স্পিনারদের একজন সে। সবসময় মজার নানা কথা বলে ড্রেসিংরুম মাতিয়ে রাখতো।’

উল্লেখ্য, গতকাল (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার পরকালে পারি জমান। তার মৃত্যুতে শোকার্ত পুরো বিশ্বের ক্রিকেটাঙ্গন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »