বন্ধুর জন্মদিনে অনুষ্ঠানে পা ভাঙলেন ম্যাক্সওয়েল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বন্ধুদের সাথে দৌঁড়াতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙেছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। যার ফলে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের পাশাপাশি এবারের বিগ ব্যাশের আসর থেকেও ছিটকে গেলেন ম্যাক্সি।

গতকাল (শনিবার) সন্ধ্যায় নিকটবর্তী এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যান ম্যাক্সওয়েল। সেখানে বন্ধুদের সাথে দৌড়াতে গিয়ে পা পিচলে মাটিতে পড়ে যান তিনি।একই সময় তার আরেক বন্ধু ম্যাক্সওয়েলের পায়ের উপর পড়েন, আর এতেই পায়ের হাড় ভেঙে যায় ম্যাক্সির।

পা ভাঙার সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর একই দিনে তার অস্ত্রোপচার করানো হয়। সফল অস্ত্রোপচার শেষে ডাক্তার জানিয়েছেন, অন্তত ৮ থেকে ১২ সাপ্তাহ পুনর্বাসনে থাকতে হতে পারে তাকে।যার ফলে বিগ ব্যাশ ও ইংল্যান্ড সিরিজে খেলা হচ্ছে না ম্যাক্সওয়েলের।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »