নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় ক্রিকেট লিগ এনসিএলের পঞ্চম রাউন্ড শুরু হয়েছে আজ থেকে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে ব্যাট হাতে বিপর্যয়ে পড়েছে রংপুর বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের বৃষ্টিসিক্ত প্রথম দিন শেষে ৫ উইকেটে মাত্র ১১০ রান তোলে রংপুর বিভাগ। রংপুরের হয়ে ব্যাট হাতে একাই লড়েছেন সোহরাওয়ার্দী শুভ।
সকালের শুরুতে রংপুরের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকা বিভাগের অধিনায়ক নাদিফ চৌধুরী। দিনের শুরু থেকে রংপুরের ব্যাটসম্যানদের চেপে ধরেন ঢাকার বোলাররা। দিন শেষে ঢাকার বোলারদের দাপুটে বোলিংয়ে ৫ উইকেটে মাত্র ১১০ রান তোলে রংপুর।
টসে হেরে ব্যাট করতে নেমে শূন্য রানেই দুই উইকেট হারিয়ে বসে রংপুর। শূন্য রানে দুই উইকেট হারিয়ে যখন রংপুর ব্যাটিং বিপর্যয়ে তখনই তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুলেন নাঈম ইসলাম ও সোহরাওয়ার্দী শুভ। সোহরাওয়ার্দী শুভ ও নাঈম ইসলামের জুটি থেকে আসে ৮০ রান।
বৃষ্টিস্নাত দিনে রংপুরের সফল ব্যাটসম্যান হিসেবে ফিফটি তুলে নেন সোহরাওয়ার্দী শুভ । তবে ফিফটি তুলে নেয়ার ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি শুভ। ৯৬ বলে ৫৭ রানের ইনিংস খেলে নাজমুল অপুর বলে শুভাগত হোমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শুভ৷ শুভর বিদায়ের পর বিদায় নেন অধিনায়ক নাঈমও। এরপর ইনিংস বড় করতে না পেরেই বিদায় নেন আরিফুল।
ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন শাহাদাত হোসেন ও সালাহউদ্দিন সাকিল আর একটি উইকেট নেন স্পিনার নাজমুল অপু। দিন শেষে ৪১ ওভারে ৫ উইকেটে ১১০ রান তোলে রংপুর।
স্কোরকার্ড: রংপুর ১১০/৫ ( ওভার ৪১) , সোহরাওয়ার্দী শুভ ৫৭, নাঈম ২৩, শাহাদাত ২/৩৩, সাকিল ২/৩২।