https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আবারও নিষেধাজ্ঞার কবলে পড়েছেন শ্রীলঙ্কান আকিলা ধনঞ্জয়া। এবারই প্রথম নয়, গত বছরও একই কারণে নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। ১৮ সেপ্টেম্বর আইসিসির প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে গত টেস্ট সিরিজে আকিলা ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি জানান আম্পায়াররা। সেই আপত্তি পত্র আমলে নিয়ে আইসিসি জানায় চেন্নাইয়ে অবস্থিত আইসিসির পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে ধনঞ্জয়াকে।
সেখানে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে উৎরে যেতে পারেননি তিনি। অর্থাৎ, আইসিসির নিয়ম অনুযায়ী বোলিং করার সময় কনুই ১৫ ডিগ্রি এর বেশি বাঁকা হতে পারবে না। কিন্তু ধনঞ্জয়ার কনুই এরচেয়ে বেশি বাঁকা হবার ফলে তাকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে আইসিসি।
উল্লেখ্য, এর আগেও ২০১৮ সালে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। কিন্তু সেবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হলেও এবার আর পারলেন না ২৫ বছর বয়সী এই লঙ্কান। ২০২০ সালের ১৯ আগস্ট পর্যন্ত বোলিং করা থেকে দূরে থাকতে হচ্ছে তাকে।