নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির নতুন নিয়মে বলা হয়েছে প্রতি মাসে তারা একজনকে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত করবে। সে ধারা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরষ্কার জিতে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। জো রুট এবং কাইল মায়ার্সকে পেছনে ফেলে ভারতীয় এই অলরাউন্ডারকে বিজয়ী ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর আগে জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত।
মূলত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরমেন্স করার কারণেই এই পুরষ্কার জিতে নেন তিনি। চেন্নাই টেস্টে শতক তুলে নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। এর পর আহমেদাবাদে পূর্ণ করেন ৪০০ উইকেটের মাইলফলক। ইংলৌান্ডের বিরুদ্ধে প্রথম তিন টেস্টে ব্যাট হাতে ১৭৬ রান করার পাশাপাশি বল হাতে ২৪ উইকেট নেন অশ্বিন।
আইসিসি ভোটিং অ্যাকাডেমির পক্ষ থেকে অশ্বিনকে নির্বাচিত করার কারণ ব্যাখ্যা করেছেন ক্রিকেট ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তিনি বলেন,”সহায়ক পরিস্থিতিতেও অশ্বিন ধারাবাহিক উইকেট নেয়ার কারণে গুরুত্বপূর্ণ সিরিজে তাঁর দলকে সামনে এগিয়ে নিয়েছে। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড যখন ম্যাচে ফেরার চেষ্টা করেছিল তখন তাঁর শতকের কারণেই ম্যাচে ফিরতে পারেনি তাঁরা। সেই ইনিংসটাই মূলত প্রতিপক্ষের জন্য ম্যাচে ফেরার দরজা বন্ধ করে দিয়েছে।’’