ফিরে দেখা ১৯৮৭ সালের বিশ্বকাপ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

টানা তিনটি বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার পর ১৯৮৭ সালে চতুর্থ বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায় ভারত-পাকিস্তান। যৌথ আয়োজক হবার দৌড়ে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ভারত-পাকিস্তান। রিলায়েন্স কোম্পানির নামানুসারে রিলায়েন্স বিশ্বকাপের আয়োজন হয়। পাকিস্তান এবং ভারতের একুশটি ভেন্যুতে মোট সাতাশটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আগের তিনটি বিশ্বকাপের মতো চতুর্থ বিশ্বকাপেও আটটি দেশকে দুই গ্রুপে বিভক্ত করা হয়। এ সময়ে উপমহাদেশের দিন ইংল্যান্ডের তুলনায় ছোট হবার কারণে চতুর্থ বিশ্বকাপ নির্ধারিত ৬০ ওভারের পরিবর্তে ৫০ ওভারে আয়োজনের সিদ্ধান্ত হয়। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে অস্ট্রেলিয়া। রেকর্ড করে ভারতীয় দুই ক্রিকেটার। বিশ্বকাপ আসরের প্রথম হ্যাট্রিক মঞ্চায়ন করেন ভারতের চেতন শর্মা। আর এক আসরে সর্বোচ্চ ৯টি ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়েন ভারতের নবজোত সিং সিধু। আজ জেনে নিবো ১৯৮৭ সালের বিশ্বকাপ।

৮ অক্টোবর পেশোয়ারের নিয়াজ স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের দুর্দান্ত সূচনা করে পাকিস্তান। কিন্তু, চিন্নাস্বামি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে হেরে শুরুতেই হোঁচট খায় বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

তবে, এরপর গ্রুপ পর্বের ৫টি ম্যাচে টানা জয় তুলে নিয়ে, সেমিফাইনাল নিশ্চিত করা টিম ইন্ডিয়াকে নিয়ে স্বপ্নের জাল বুনতে শুরু করে স্বাগতিক কোটি কোটি সমর্থক। সমান ৫ ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ “এ” থেকে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করে অ্যালেন বোর্ডারের অজি দল।

অন্যদিকে, গ্রুপ পর্বে টানা ৫ ম্যাচে জয় পাওয়া পাকিস্তান, শেষ ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমির টিকিট কাটে।

অন্যদিকে, দুটি ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়ে সেমিতে ওঠা ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত।

খুঁড়িয়ে সেমি’তে উঠলেও ৫ নভেম্বর ওয়েংখেড়ে স্টেডিয়ামে সম্পূর্ণ ভিন্নরূপে মাঠে নামে মাইক গ্যাটিংয়ের ইংল্যান্ড। স্বাগতিক ৪৫ হাজার দর্শককে চোখের জলে ভাসিয়ে স্বাগতিকদের পেছনে ফেলে ফাইনালের মঞ্চে পা রাখে ইংল্যান্ড।

এর একদিন আগে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রায় ৬৬ হাজার দর্শককে হতাশ করে, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ছিটকে পড়ে পাকিস্তান।

৮ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সের প্রায় ৯৫ হাজার দর্শক সাক্ষী হলেন,বিশ্বকাপের সবচেয়ে জমজমাট ফাইনালের। টস জতে ব্যাটিংয়ে নামা অজিরা ডেভিড বুনের ৭৫ রানের ওপর ভর করে ৫ উইকেটে ২৫৩ রানের সংগ্রহ করে। জবাবে, অ্যালেন ল্যাম্বের ৪৫ ও মাইক গ্যাটিংয়ের ৪১ রানের ওপর ভর করে জয়ের দ্বারপ্রান্তে এসেও ইংলিশদের হাত থেকে ফসকে যায় ট্রফি। ইংলিশদের ইনিংস থামে ২৪৬ রানে। ৭ রানে ইংলিশদের হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপার স্বাদ পায় অস্ট্রেলিয়া। ফাইনালে ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার ডেভড বুন।

এক নজরে ১৯৮৭ সালের বিশ্বকাপ :

আয়োজক দেশ : ভারত ও পাকিস্তান

অংশগ্রহণকারী দেশের সংখ্যা : ৮

মোট ম্যাচ : ২৭

টুর্নামেন্টের ধরণ : ডাবল রাউন্ড রবিন ও নক আউট পর্ব

চ্যাম্পিয়ন : অস্ট্রেলিয়া

রানার আপ : ইংল্যান্ড

সর্বোচ্চ রান : ইংল্যান্ডর গ্রাহাম গুচ (৪৭১)

সর্বোচ্চ উইকেট : অস্ট্রেলিয়ার বোলার ক্রেগ ম্যাকডারমট (১৮)

ফাইনালে ম্যাচ সেরা হন : অস্ট্রেলিয়ার ডেভড বুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »