নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের বিপিএলে মাশরাফি বিন মর্তুজার খেলা নিয়ে হচ্ছে নানা সমালোচনা। খেলার জন্য মাশরাফি পুরোপুরি ফিট নন। তবুও মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সের চাওয়াতেই খেলতে হচ্ছে তাকে। শুক্রবার (২৬ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে মাশরাফি ৪ ওভারে ১৯ রান দিয়ে প্রমান করেছেন তার বোলিং কার্যকাররিতা।
মাশরাফি জানিয়েছেন তিনি কখনো কাউকে কাউন্টার অ্যাটাকের জন্য মাঠে নামেন না। তার স্বাভাবিক খেলাটাই খেলতে চান তিনি। মাশরাফি বলেন, ‘আমি ক্যারিয়ারে কখনই কাউকে কাউন্টার অ্যাটাক করার জন্য কিছু করিনি। তবে অবশ্যই খেলাধুলায় মানুষ ভালোটাই চায়। জয়ীদেরই মানুষ মনে রাখে। এটা যে কোনো জায়গাতেই। জীবনেও দেখবেন, যদি আপনি ভালো করেন সেটাই মানুষ বলবে। খারাপকে কেউ গ্রহণ করে না।’
মাশরাফি জানান এই পরিস্থিতিতে তার মাঠে নামা মোটেও উচিৎ নয়। তিনি বলেন, ‘আমি এই অবস্থায় না খেললেই ভালো হতো। তবে টিমের চাওয়া সবকিছু একটা ব্যাপার থাকে। কাউকে দেখিয়ে দেওয়া জবাব দেওয়া এই বিষয়গুলো একেবারেই ভেতর থেকে আসে না। চেষ্টা করে যাওয়া আর কি! এই তো’
তিনি আরও বলেন, ‘আমি কিন্তু অবসরের সময় (আন্তর্জাতিক ক্রিকেট থেকে) বলেছিলাম, আমি ক্রিকেট খেলব। খেলাটা যদি আন্তর্জাতিক ক্রিকেট হতো, সেটা আলাদা কথা। ঘরোয়া ক্রিকেটে খেলা, এখানে তো ক্যারিয়ারের বিষয় না। আপনাকে যদি ক্লাব চায় নিবে।’
‘গত বছর পর্যন্ত পায়ের সমস্যা হয়নি। গত চার মাস আগে থেকে হচ্ছে। ছোট্ট একটা অপারেশন লাগবে। আমি নিজেও এ বছর চাইনি যেহেতু পুরো ফিট না। তারপরও কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। খেলাটা চালিয়ে যাওয়া আর কি!’
আগামী বিপিএলে মাশরাফি খেলতে চান কিনা এমন প্রশ্নে মাশরাফির উত্তর, ‘হতে পারে। পা যদি ঠিক থাকে। আমার মতো করেই আমি করতে চাই। গত বছর যেমন খেলেছি এবার যদি পারতাম, তাহলে চিন্তা করতাম। সেটা যেহেতু পারছি না। আমি এটা (আগামী বছর খেলা) নিয়ে চিন্তা করব পরে।’