নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে এত ঝড়-ঝাপটা হলেও নিজের ফিটনেস ইস্যুতে এক বিন্দু পরিমাণ চুল ছাড় দেন না এই অলরাউন্ডার। ফলস্বরূপ হাতেনাতে পেয়েছেন একসময়ের মিঃ ফিনিশার ক্ষ্যাত নাসির।
খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। করোনার পর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়েই মাঠে ফেরবেন ক্রিকেটাররা তার আগে ক্রিকেটাররা ঝালিয়ে নিচ্ছেন নিজেদের। করোনার কারণে দীর্ঘদিন খেলা না থাকায় ফিটনেসে ঘাটতি দেখা দিয়েছে অনেক ক্রিকেটারের। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম নাসির।
গতকাল বুধবার (১০ মার্চ) মিরপুরে ফিটনেস টেস্ট দেন ক্রিকেটার নাসির। সকাল ১০টায় ইয়ো ইয়ো টেস্ট দেন তিনি। ইয়ো ইয়ো টেস্টে নাসিরের স্কোর ছিল ১৭.১। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি। তিনি বলেন,’‘নাসির আজ সকাল ১০টায় ফিটনেস টেস্ট দিয়েছেন। ভালো স্কোর তুলেছেন, ১৭.১।’’