ফাইনাল হেরে টুইটারে আবেগঘন বার্তা দিলেন নিশাম

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপের এবারের আসরে ফাইনাল ম্যাচে নিয়মের বেড়াজালে ট্রফি জিতেছে ইংল্যান্ড। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচটি যে ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা একটি ম্যাচ ছিল সেটা দিনের আলোর মতই স্পষ্ট।

পুরো টুর্নামেন্ট শেষে ফাইনালের যে ম্যাচটি টাই হয় সেটার জন্য ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও টাই হলে বাউন্ডারির হিসেবে জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। তবে মন জিতে নিয়েছে নিউজিল্যান্ড তাও দর্শকরা টের পেয়েছেন ভালো করেই।

এমন ছোট ছোট পার্থক্যের কারণে ট্রফি হাতছাড়া করে স্বভাবতই কিউই ক্রিকেটারদের মন ভেঙেছে। এমন ম্যাচ এরে যাওয়ার পর নিজুল্যান্ডের ক্রিকেটার জেমি নিশাম তার টুটার একাউন্টে একটি পোস্টে বাচ্চাদের নিষেধ করেন ক্রিকেট খেলার জন্য!

নিশাম তার টুইটারে লেখেন, ‘বাচ্চারা তোমরা খেলাধুলায় এসো না। বেকারি বা অন্যকিছু করো। ষাট বছর বয়সে মোটা ও খুশি হয়ে মারা যাও।’

নিজের টুইটারে ইংল্যান্ড দলকে অভিনন্দনও জানিয়েছেন এই কিউই তারকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »