নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইমাজিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে শিরোপা জয়ের জন্য বড় লক্ষ্য মাত্রা বেঁধে দিয়েছে পাকিস্তান। শনিবার (২৩ নভেম্বর) প্রথমে ব্যাট নেমে নির্ধারিত ওভারে পাকিস্তান জড়ো করেছে ৩০১ রান।
শনিবার (২৩ নভেম্বর) টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ফিল্ডিং নেমে শুরুতে বাংলাদেশ বোলারদের বোলিং দাপটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয় উতরিয়ে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০২ রানের লক্ষ্য মাত্রা বেঁধে পাকিস্তান।
ব্যাট হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১১৩ রানের ইনিংস খেলেন রোহাইল নাজির। ১২ চার ও ৩ ছয়ে ১১১ বল খেলে এই ইনিংস খেলেন তিনি। পুরো ইনিংসে ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। পুরো ইনিংস জুড়ে একাই পাঁচটি ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ইয়াসির আলী।
বাংলাদেশের হয়ে তিন উইকেট নিয়েছেন সুমন খাঁন। দুটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও একটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান।
স্কোরবোর্ড :
পাকিস্তান ৩০১/৬ (৫০ ওভার)
রোহাইল ১১৩, রফিক ৬২, শাকিল ৪২, খুশদিল ২৭
সুমন ১০-০-৭৫-৩, হাসান ১০-১-৫২-২, মেহেদী ১০-১-৩৯-১
জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩০২ রান।