নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ পর্দা নামছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসরের। হোম অব ক্রিকেট লন্ডনের দ্য লর্ডসে ফাইনালের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্বকাপের ৪৬ দিন ব্যাপী আসর। এবারের বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ক্রিকেট বিশ্ব।
কেননা, ফাইনালে উঠা দুদলের মধ্যকার এক দলও শিরোপার ঘরে তুলতে পারেনি। টানা দ্বিতীয়বারেরমত ফাইনালে ওঠা নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে ক্রিকেটের জনক স্বাগতিক ইংল্যান্ড।
রবিবার (১৪ জুলাই) লন্ডনের দ্য লর্ডসে দু’দলের মহারণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।
আইসিসির প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ইংলিশরা। অন্যদিকে ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তিনে অবস্থান করছে নিউজিল্যান্ড।