ফাইনালের ফল নিয়ে মুখ খুললেন মরগান

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ক্রিকেট বিশ্বের ইতিহাসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল বিশ্বকাপের দ্বাদশ আসরের ফাইনাল ম্যাচটি। দুই দলের শত ওভার খেলা শেষে সুপার ওভারেও ম্যাচটি হয় ড্র। তবে শেষ পর্যন্ত বাউন্ডারি হিসেব করে শিরোপা তুলে দেয়া হয় ইংল্যান্ডের ঘরে।

ফাইনালের ফলাফল নিয়ে অবশ্য সমালোচনার ঝড় বয়ে যায়। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে অনেক ক্রিকেট ভক্তই দুয়ো দিতে থাকেন আইসিসিকে। এবার সেই ফাইনালের ফলাফল নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান।

ব্রিটিশ সংবাদ মাধ্যম টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে মরগান জানান, ‘ফাইনালের ফলাফল এভাবে খুঁজে নেয়াটা ন্যায্য হয়েছে বলে মনে হয় না। ম্যাচ ফসকে যাবে এমন মুহূর্ত দুই দলের জন্য একবারও আসেনি। ভারসাম্য বজায় ছিল পুরো ম্যাচেই।’

দুই দলের সমানে সমান লড়াই নিয়ে তিনি আরও বলেন, ‘উইলিয়ামসনের সাথে যোগাযোগ রয়েছে আমার সবসময়। ম্যাচে আমরা কেউই হাল ছেড়ে দেয়ার কথা ভাবিনি একবারও।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »