ফাইনালেও থাকছেন ‘ভুল আম্পায়ারিং’ করা ধর্মসেনা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এবারের বিশ্বকাপের শুরুর দিক থেকেই যেন আম্পায়ারিং নিয়ে বিতর্কের রেশ ছড়িয়ে যাচ্ছিল একের পর এক। ক্রিস গেইলকে একাধিকবার আউট দিয়েও যেটা টিভি রিপ্লেতে ভুল প্রমাণিত হয়। একের পর এক ভুল আম্পায়ারিংয়ের শিকার থেকে বাদ যাননি বাংলাদেশের ক্রিকেটার লিটন কুমার দাস।

এখানেই থেমে নেই দ্বিতীয় সেমি ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ কুমার ধর্মসেনার মত আম্পায়ারও দিয়ে বসেন ভুল সিদ্ধান্ত! অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে জেসন রয় ৮৫ রানে ব্যাট করার সময় প্যাট কামিন্সের করা একটি বাউন্স খেলতে গেলে সেটা ব্যাটে লাগাতে ব্যর্থ হন রয়। কিন্তু আশ্চর্যজনকভাবে আঙুল তুলে বসেন আম্পায়ার ধর্মসেনা!

এমন কাণ্ডে মাঠেই বিতর্কে জড়িয়ে পড়েন রয়। অবশ্য ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে এই ব্যাটসম্যানকে। আইসিসি এবার ফাইনালের জন্য সেই ধর্মসেনাকেই বেছে নিয়েছে।

ফাইনালে ১৪ জুলাই মুখোমুখি হতে যাছে স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এই ম্যাচের জন্য আইসিসির পক্ষ থেকে আম্পায়ার হিসেবে মনোনীত করা হয়েছেন কুমার ধর্মসেনা এবং দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »