ফাইনালেও অনিশ্চিত আমিনুল ইসলাম বিপ্লব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজের অভিষেক ম্যাচেই বাঁ হাতে চোট বাঁধিয়ে বসেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। পরবর্তীতে তার আঘাত প্রাপ্ত সেই জায়গায় ৩টি সেলাই দেওয়া হয়। ফলে চোটের কারণে খেলতে পারেননি পরের ম্যাচ। তবে তার অনুশীলন থেমে থাকেনি। হাতে ব্যান্ডেজ নিয়েই চালিয়ে গেছেন নিজের বোলিং অনুশীলন। ধারণা করা হচ্ছিলো যে, ফাইনালে তাকে পাওয়া যাবে। তবে কোচ জানালো ভিন্ন কথা।

ফাইনাল ম্যাচে বিপ্লবের খেলা নিয়ে কোচ জানান, ‘ওর বাঁহাতে তিনটি সেলাই পড়েছে। যদিও বোলিং হাতে ইনজুরি নয়। তারপরও, কোচ হিসেবে আমি কখনোই এমন কাউকে খেলাতে চাই না, যার কোনো ধরনের চোট আছে। গুরুত্বপূর্ণ কোনো ক্যাচ তার কাছে আসতে পারে। প্রথম বলেই হয়তো ফিল্ডিং করতে গিয়ে হাতে লেগে তার সেলাই খুলে যেতে পারে। এই ব্যাপারগুলো নিয়ে ভাবার ব্যাপার আছে। আর তাছাড়া আমি সবসময় চাই শতভাগ ফিট ১১ জনকে নিয়ে মাঠে নামতে। আমার মতে, আমিনুল বা যে কারও বিকল্প আমাদের দলে আছে। আমার মনে হয় না, হাতে সেলাই নিয়ে ফাইনালে ওকে আমরা খেলতে দেখবো।’

উল্লেখ্য, আগামীকাল (২৪ সেপ্টেম্বর) ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল মাঠে গড়াবে। যা মিরপুরেই শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »