ফর্ম হারিয়ে ফেলা অনেক সহজঃ লিটন

সাজিদা জেসমিন »

দুর্দান্ত জয় দিয়ে শেষ হলো বাংলাদেশ – জিম্বাবুয়ে সিরিজ। ওয়ানডেতে দারুণ জয়ের পর টি-২০ তেও এসেছে দারুণ জয়। ওয়ানডে থেকেই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন লিটন কুমার দাস। ওয়ানডে সিরিজে নিজের ঝুলিতে পুরেছেন ২টি সেঞ্চুরি। খেলেছেন ক্যারিয়ারের সেরা ইনিংস।

ওয়ানডের অনুরূপ টি-২০ তেও তাকে দেখা গেলো দারুণ ফর্মে। ২ম্যাচেই করেছেন হাফ সেঞ্চুরি। বিগত ম্যাচগুলোতে যেন দেখা গেছে অন্য এক লিটনকে। দাপুটে, চান্সলেস ব্যাটিংয়ে মুগ্ধ করেছেন সবাইকে। লিটনকে এই রূপে দেখে যেমনি প্রশান্তি সবার চোখে, তেমনি ফর্মের ধারাবাহিকতা ধরে রাখাকে চ্যালেঞ্জিং ই ভাবছেন এই ব্যাটসম্যান।

লিটন মনে করেন ধারাবাহিকভাবে ফর্মে থাকা কঠিন। যার জন্য প্রয়োজন কঠোর নিষ্ঠা। আর লিটন এই কঠিন ধাপটিকেই পেরিয়ে যেতে চান সফলতার সাথে। ভবিষ্যতেও ফর্মে থেকে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান।

শেষ টি-২০ তে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলার পর নিজের মন্তব্য তুলে ধরেন সংবাদ সম্মেলনে। লিটন বলেন, ‘আপনি যখন একটা কিছু কাছে পাবেন তখন সেটি ফেলে দেয়া অনেক সহজ। কিন্তু ধরে রাখতে পারা অনেক কষ্টকর ব্যাপার। আমি পারফরম্যান্স কতোটা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারছি সেটা আমার জন্য একটা চ্যালেঞ্জ।’

ফর্মে ধারাবাহিকতা বজায় রাখতে চান লিটন। নিজের ফিটনেসের প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রস্তুতি ম্যাচ সমূহের ভালো করতে চান। এটাও তার কাছে বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। লিটন বলেন, ‘প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে সবকিছুই কঠিন হবে। আমি ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করবো। জানি না কতটুকু সম্ভব হবে, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »