প্রোটিয়াদের হয়ে তিন ফরম্যাটেই খেলতে চান ডু প্লেসি

নিউজ ডেস্ক »

চলতি বছরের একদম শুরুর দিকটায় দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে একসাথে সরে দাঁড়ান অভিজ্ঞ ক্রিকেটার ফাফ ডু প্লেসি। এরপরই কুইন্টন ডি কককে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হিসেবে ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা (সিএ)।

এদিকে জুলাইয়ের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দলেরও নতুন অধিনায়ক বেছে নেবেন প্রোটিয়া নির্বাচকরা। তবে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিলেও প্রোটিয়াদের হয়ে তিন ফরম্যাটে খেলার ইচ্ছা ফাফ ডু প্লেসির। ২০২০-২১ মৌসুমে প্রোটিয়াদের হয়ে খেলতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার।

২০১৯ বিশ্বকাপের পর থেকে আর ৫০ ওভারের ম্যাচে মাঠে নামা হয়নি ফাফের। সর্বশেষ টেস্ট এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এ বছরের শুরুর দিকটায়। তবে সাবেক এই অধিনায়ক মনে করেন, টেস্ট দল হিসেবে এখন অভিজ্ঞতা ও ব্যাটিং লাইনআপের গভীরতার বেশ অভাব রয়েছে প্রোটিয়া দলে।

এ ব্যাপারে ডু প্লেসিস বলেন, ‘আমি এখনো প্রোটিয়া দলকে আগের মতই ভালোবাসি। দলে এখনো আমার মূল্য রয়েছে বলে মনে করি। আমি এখনো অধীর আগ্রহে মুখিয়ে হয়ে আছি তিন ফরম্যাটেই এই দলের হয়ে খেলতে। দীর্ঘ দিন খেলা থেকে দূরে আছি বলেই আমার মধ্যে ক্ষুধাটা বেড়েছে। একটা খেলোয়াড়ের জন্য এটাই বড় বিষয় যে তুমি যেটা ভালোবাসো বেশি সেটাই করতে চাও।’

প্লেসি আরো বলেন, ‘আমি অধিনায়কত্বটা খুব ভালোবাসি, এটা নিজেরই একটা অংশ। সেই ১৩ বছর বয়স থেকে আমি নেতৃত্ব দিচ্ছি। এখনো আমি নিজেকে একজন ক্রিকেটারের আগে একজন অধিনায়ক হিসেবে ভাবি। অন্য কিছুর চেয়ে আমি এই ব্যাপারটাকে বেশি উপভোগ করি। এটা ঠিক যে আমি অধিনায়কত্বটা সব সময় মিস করব। কিন্তু একটা সময় আসবে যখন অন্য এক অধিনায়ক তৈরির জন্য আমাকে অবশ্যই নিজের জায়গা ছেড়ে দিতে হবে।’

২০১৬ সালের পর থেকে দক্ষিণ আফ্রিকাকে সব মিলিয়ে ৩৬টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন ডু-প্লেসি। আর এর মধ্যে ১৮টি টেস্টে জয় পেয়েছে প্রোটিয়ারা। তবে গেল ওয়ানডে বিশ্বকাপে দলকে সেমিফাইনালে নিয়ে যেতে ব্যর্থ হয়েছিলেন ফাফ।

বাংলাদেশ সময় : ১২:১০ এএম

নিউজক্রিকেট/ডিডিজি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »