https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি বিশ্বকাপ ২০১৯ আসরের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ক্যানিংটন ওভালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে ঘরের মাঠে যে ইংল্যান্ড ফেভারিট সেটা আম ক্রিকেট ভক্ত থেকে শুরু করে সবারই জানা।
নিজেদের বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচে জয় ব্যতিত কিছুই ভাবছেন না ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। পাকিস্তানের বিপক্ষে সিরিজের সব কয়টি ম্যাচ জয় কিংবা আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের অর্ধেকেরও কম ওভার খেলে জয় লাভ করা বাড়তি প্রেরণা হিসেবে কাজ করছে ইংলিশ ক্রিকেটারদের।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক মরগান বলেন, ‘আমাদের সবার আত্মবিশ্বাস রয়েছে ভালো খেলার। অ্যাশেজ কিংবা বিশ্বকাপ যাই হোক প্রথম ম্যাচ মানেই বিশেষ কিছু। যেকোনো অবস্থাতেই আমরা এই ম্যাচ জিততে চাই।’
এদিকে ডেল স্টেইন ইনজুরিতে থাকায় মিস করছেন প্রথম ম্যাচ। তবে মরগানের মতে স্টেইন না থাকলেও প্রোটিয়ারা ভালো খেলবে। ‘তারা অসাধারণ একটি দল। আমরা তাদের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি। গত কিছুদিন ধরে তারা স্টেইনকে ছাড়াই ভালো করছে। তারা যখন সর্বশেষ এখানে খেলতে এসেছিল দলের সাথে স্টেইন না থাকাতেও তারা ভালো করেছিল।’