প্রথম বিভাগ টি-টোয়েন্টি মাঠে গড়াচ্ছে শনিবার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একদিনের ক্রিকেটে বাংলাদেশ যেভাবে নিজেদেরকে মেলে ধরতে পেরেছে সেভাবে পারে নি টি-টোয়েন্টি ক্রিকেটে। অথচ ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ শুরু হওয়ার সময়ে মনে হয়েছিলো বাংলাদেশ হয়তো রাজত্বই করতে পারবে এই ফরম্যাটে।

ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে দুরাবস্থার জন্য মূলত দায়ী করা হয় অভিজ্ঞতাকে। এই ফরম্যাটে বিপিএল ছাড়া বলার মত তেমন কোন টুর্নামেন্টের আয়োজন করে না বিসিবি। আর এজন্যই টি-টোয়েন্টিতে প্রস্তুতি বা অভিজ্ঞতার ঘাটতি থেকে যায়।

তবে এই ঘাটতে দূর করতে বেশ নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তৃতীয়বারের মত বসছে প্রথমবিভাগ টি-টোয়েন্টি ক্রিকেট। প্রথম বিভাগ খেলা ক্রিকেটারদের জন্য এটা নিজেদেরকে প্রমাণের মঞ্চ।

২০১৪ সালে প্রথমবারের মত মাঠে গড়ায় প্রথম বিভাগ টি-টোয়েন্টি ক্রিকেট। তারপর আবার বিভিন্ন কারণে এই টুর্নামেন্ট মাঠে গড়ায় নি। গতবছর অর্থাৎ ২০১৮ সালে আবারো এই টুর্নামেন্টের ২য় আসর অনুষ্ঠিত হয়।

এবছর ৩য় আসরের পর্দা উঠছে আগামী শনিবার (১২ অক্টোবর)। এই আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)।

এবারের আসরে অংশ নিচ্ছে মোট ২০ টি দল। উদ্বোধনী ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে উত্তরা ক্রিকেট ক্লাবের বিপক্ষে লড়বে সূর্যতরুণ ক্লাব। পরের ম্যাচে একই মাঠে ইন্দিরা রোড ক্রীড়া চক্রের প্রতিপক্ষ বিকেএসপি। চার নম্বর মাঠে মুখোমুখি হবে কলাবাগান ক্রীড়া চক্র ও আজাদ স্পোর্টিং ক্লাব।

গ্রুপ ‘এ’-তে রয়েছে উত্তরা ক্রিকেট ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, সূর্যতরুণ ও সিটি ক্লাব। গ্রুপ ‘বি’-তে বিকেএসপি, এক্সিয়ম ক্রিকেটার্স, কলাবাগান ক্রীড়া চক্র ও আজাদ স্পোর্টিং ক্লাব। গ্রুপ ‘সি’-তে রয়েছে আর ফাউন্ডেশন, আজিম ক্রিকেট ক্লাব, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, কালিন্দি ক্রীড়া চক্র ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। গ্রুপ ‘ডি’-তে লড়বে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, উদয়াচল ক্লাব, কসকরাইল বয়েজ ক্লাব, পূর্বাচল স্পোর্টিং ক্লাব ও ঢাকা ক্রিকেট একাডেমী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »