নিউজ ডেস্ক »
বর্তমানে মাঠের ক্রিকেট বন্ধ থাকলেও বিভিন্ন ভাবে মাঠের বাইরের ক্রিকেট সরব হয়েই আছে। বিশ্ব যখন করোনা ভাইরাসে থমকে আছে তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাস্ত উমর আকমলের ফিক্সিং কেলেঙ্কারির বিচার করার জন্য। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় ৩ বছরের শাস্তি ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এতে উমর আকমলের উপর বেশ চটেছেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার রমিজ রাজা।
একটি ম্যাচে দুটি বল ছেড়ে দেয়ার জন্য বাজিকরদের কাছ থেকে ২ লাখ ডলারের প্রস্তাব পেয়েছিলেন উমর আকমল। ভারতের বিপক্ষেও একটি ম্যাচ ছেড়ে দেয়ার জন্য প্রস্তাব আসে তার কাছে। এমনকি বিশ্বকাপেও ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল এই ক্রিকেটারকে। এই অভিযোগের ভিত্তিতেই উমর আকমলকে ৩ বছরের জন্য নিষেদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই নিষেধাজ্ঞার পরই সাবেক ক্রিকেটার রমিজ রাজা নিজের প্রতিক্রিয়া জানাতে নিজের টুইটারে লেখেন,‘ তাহলে এখন উমর আকমল আনুষ্ঠানিকভাবেই ইডিয়টদের তালিকায় যায়গা করে নিলো। নিষিদ্ধ হলো ৩ বছরের জন্য। প্রতিভার কি নিদারুণ অপচয়! ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে পাকিস্তান আইনসভা আইন পাসের এমন সময় এসেছে।’
জুয়াড়ির প্রস্তাব গোপন করলে শাস্তির বিধান সবারই জানা। তবুও কেউ কেউ সেই ফাঁদেই পা দিচ্ছেন জেনে অথবা ভুল করেই। এর আগেও কিছুদিন আগে জুয়াড়ির প্রস্তাব গোপন করার জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান।
নিউজক্রিকেট/কেএমএইচ