নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান। সম্প্রতি আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে এ কান্ড ঘটান পুরান। যার ফলে তাকে চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়। তবে পুরানের পাশে দাঁড়ালেন ক্যারিবিয়ান সাবেক অধিনায়ক ডোয়াইন ব্রাভো।
তিনি জানান, ‘পুরান’কে আমি ভালো করে চিনি, ওর বয়স যখন ১৭ তখন থেকেই। সে প্রতারনা করার মতো কিছু করেনি। তবে এটা তার অনেক বড় ভুল। কেননা সে এরকম ক্রিকেটার নয়।’ তাছাড়া তিনি আইসিসির সাথে এক মত পোষণ করেন। তিনি আরো বলেন, ‘বল টেম্পারিং করেছে তার প্রমান ও রয়েছে।’
আফগানিস্তানের সাথে তৃতীয় ওয়ানডে ম্যাচের ভিডিও ফুটেজে স্পষ্ট ভাবে দেখা যায়, বলের উপরিভাগ বিকৃত করার চেষ্টা করছেন পুরান। যার ফলে আইসিসি থেকে তাকে চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের নিষেধাজ্ঞা শুনতে হয়েছে।
নিকোলাস পুরান আফগানিস্তানের সাথে তিনটি টি-টোয়েন্টি ও ভারতের সাথে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না। আজ প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের মুখোমুখি হয় উইন্ডিজ। এ সিরিজ শেষে ভারতের সাথে মুখোমুখি হবে উইন্ডিজ।