নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডকে ২০১৯ বিশ্বকাপের শিরোপা জেতাতে মূল ভূমিকা রেখেছিলেন বেন স্টোকস। কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে তার ৮৪ রানের নৈপুণ্যেই যে প্রথম বারের মতো শিরোপার স্বাদ গ্রহণ করে ইংরেজরা। বিশ্বকাপের পর পরই শুরু হয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মর্যাদার লড়াই অ্যাশেজ। আর এ সিরিজের ৩য় টেস্ট অর্থাৎ হেডিংলি টেস্টে দলকে খাদের কিনারা থেকে তুলে এনে একা হাতে ম্যাচ জেতান, দুর্দান্ত এক সেঞ্চুরির মাধ্যমে দলকে জেতান তিনি (১৩৫*)। যার ফলে স্টোকসকে ইংল্যান্ড ক্রিকেটের মহানায়ক হিসেবে আখ্যায়িত করতে ভুল করেননি, ক্রিকেট প্রেমিরা।
ইংল্যান্ডকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এবং হেডিংলি টেস্ট জেতানো স্টোকসকে সম্মাননা দিতে ভুল করেনি প্রফেশনাল ক্রিকেটার্স এসোসিয়েশন (পিসিএ)। পিসিএ তাদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি তুলে দিয়েছেন স্টোকসের হাতে। বলতে কোনো দ্বিধা নেই যে, এ পুরস্কারটি তারই প্রাপ্য।
এমন পুরষ্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত বেন স্টোকস। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ব্রিটিশ গণমাধ্যমকে তিনি জানান, ‘২০১৯ বিশ্বকাপে আমরা দল হিসেবে অনেক ভাল খেলেছি, যার ফলশ্রুতিতে আমরা শিরোপা জিততে সক্ষম হয়েছি। আর অ্যাশেজ সিরিজে আমরা পিছিয়ে থাকার পরও, ড্র করেই সিরিজটি সম্পন্ন করেছি। দলের এমন পারফরম্যান্সে আমি গর্বিত। হ্যাঁ, অবশ্যই এমন পুরষ্কার পেয়ে আমি আনন্দিত এবং নিজেকে নিয়ে গর্বিত।’
উল্লেখ্য, ডমিনিক সিব্লে, সিমন হার্মার ও রায়ান হিগিন্সকে পেছনে ফেলে পিসিএ’র বর্ষসেরার পুরষ্কারটি লাভ করেন বেন স্টোকস!