পিএসএলে নিষিদ্ধ হচ্ছেন পেরেরা-মালিঙ্গারা!

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল যাচ্ছে পাকিস্তানে। ২০০৯ সালে জঙ্গি হামলা হবার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে নির্বাসিত দেশটিতে অবশেষে যাচ্ছে লঙ্কানরা। এর আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে দল সফ্রে গেলেও সেটা ছিল ছোট পরিসরে।

এদিকে নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যখন লঙ্কান দল পাকিস্তান সফরে গেলেও নিরাপত্তার অজুহাতে সেই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সিনিয়র ক্রিকেটাররা। যেখানে রয়েছেন লাসিথ মালিঙ্গা, দিমুথ করুনারত্নে, থিসারা পেরারার মত তারকা ক্রিকেটাররা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ঘরোয়া ক্রিকেটের আসর পিএসএলের বেশ কিছু ম্যাচ তাদের ঘরের মাঠে আয়োজন করলে সেখানে ক্রিকেটাররা খেলতে যাচ্ছে ঠিকই কিন্তু দলীয় সফরে কেন যাচ্ছেন না এই ইস্যুতে চটেছেন দেশটির সাবেক স্পিনার সাইদ আজমল।

জিও টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে সকল ক্রিকেটাররা পাকিস্তান সফরে আসেননি তাদেরকে যেন পিএসএলে নিষিদ্ধ করা হয়। ‘যে সকল শ্রীলঙ্কান ক্রিকেটার বা অন্য দেশের ক্রিকেটাররা পিএসএল খেলতে আসতে পারে তারা পাকিস্তান সফরেও আসতে পারবে বলে আমার মনে হয়। যারা আসবে না তাদের নাম পিএসএলের ড্রাফটেই না রাখা উচিত। তাদের উপর যখন হামলা হয় তখন আমি দলে ছিলাম। ওই সময়ের পরিস্থিতি ও বর্তমান পরিস্থিতি অনেক তফাৎ।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »