পা‌কিস্তা‌নের উদ্দে‌শ্যে ঢাকা ছাড়লো টাইগার‌রা

শোয়েব আক্তার »

পা‌কিস্তান সফ‌রের প্রথম দফায় ‌তিন ম্যা‌চের টি-২০ সি‌রিজ খেল‌তে পা‌কিস্তা‌নের উদ্দে‌শ্যে ঢাকা ত্যাগ ক‌রে‌ছে বাংলা‌দেশ ক্রি‌কেট দল। রাত আটটায় হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমান বন্দর থে‌কে ক্রি‌কেটার‌দের বহনকারী বি‌শেষ বিমান‌টি ঢাকা ত্যাগ ক‌রে।

‌ক্রি‌কেটার ও কোচিং স্টা‌ফের সদস্য ছাড়া ও প্রধান নির্বাচক মিনহাজুল নান্নু ও বি‌সি‌বি’র ক্রি‌কেট অপা‌রেশনস ক‌মি‌টির চেয়ারম্যান আকরাম খাঁন সফ‌রে মাহমুদুল্লাহ রিয়াদ‌দের সফর সঙ্গি হি‌সে‌বে র‌য়ে‌ছেন।

প্রায় একশ পঞ্চাশ জন ধারণ ক্ষমতা সম্পন্ন বিমান‌টি‌তে ক্রি‌কেটার, কো‌চিং স্টা‌ফের সদস্য, বোর্ড কর্মকর্তা ও সাংবা‌দিক‌ সহ পঞ্চাশ জ‌নের কম মানুষ নি‌য়ে পা‌কিস্তা‌নের উদ্দে‌শ্যে উড়াল দি‌য়ে‌ছে!

‌নিরাপত্তা শঙ্কায় পা‌কিস্তান সফর থে‌কে নি‌জে‌কে স‌রি‌য়ে নি‌য়ে‌ছেন দ‌লের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশ‌ফিকুর র‌হিম। এছাড়া বি‌পিএ‌লে দূর্দান্ত পারফর্ম ক‌রে নির্বাচক‌দের নজ‌রে থাকা ইমর‌ুল কা‌য়েস হ্যাম‌স্ট্রিং ইঞ্জু‌রির কার‌ণে দ‌লের সফর স‌ঙ্গি হ‌তে পা‌রেন নি। তাঁর প‌রিব‌র্তে দ‌লের স‌ঙ্গে পা‌কিস্তান যা‌চ্ছেন নাজমুল হো‌সেন শান্ত।

মা‌য়ের অসুস্থতার কার‌ণে সফর অনি‌শ্চিত থাকা অলরাউন্ডার শেখ মা‌হে‌দি হাসানও পা‌কিস্তান সফ‌রে যা‌চ্ছেন। এছাড়া দ‌লের বা‌কি সদস্য’রা হ‌লেন: মাহমুদুল্লাহ রিয়াদ( অধিনায়ক), তা‌মিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথ‌ুন, ‌শেখ নাঈম, আফিফ হো‌সেন ধ্রুব, মুস্তা‌ফিজুর রহমান, হাসান মাহমুদ, আল আমিন হো‌সেন, রু‌বেল হো‌সেন, শ‌ফিউল ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »