পাথর দিয়ে নয়, ভালবাসা দিয়ে সাকিবকে বরণ করে নিবে গল টাইটান্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ম্যাথুসের টাইমড আউট নিয়ে এখনো চলছে চারদিকে নানান ইস্যু। চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট হয়েছেন শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এরপর থেকেই এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

চলমান এই বিতর্কে সর্বশেষ ঘি ঢালেন ম্যাথিউজের ভাই ট্রেভিন ম্যাথিউজ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাকিব যদি শ্রীলংকায় খেলতে যান, তাহলে তাকে পাথর ছুঁড়ে মারবে সমর্থকরা। ম্যাথিউজের ভাইয়ের এমন কথার প্রেক্ষিতে কড়া জবাব দিয়েছে লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিবের দল গল টাইটান্স।

আন্তর্জাতিক ক্রিকেট খেলতে অসংখ্যবার শ্রীলংকায় গেছেন সাকিব। এ ছাড়াও ক্যারিয়ারে বেশ কয়েকবার লংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) খেলতেও শ্রীলংকা গেছেন সাকিব। শেষবারের এলপিএলও তিনি খেলছেন গল টাইটান্সের হয়ে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে গল টাইটান্সের পক্ষ থেকে বলা হয়, দয়া করে মনে রাখবেন একজনের মন্তব্য কখনোই পুরো দেশের মতামতের প্রতিফলন ঘটায় না। একইভাবে শ্রীলংকানরা কখনোই এমন আচরণ করবে না। আমাদের দেশের ক্রিকেট ভক্তরা অন্য দেশের ক্রিকেটারকে যেকোন সময় ভালোবাসার সঙ্গেই বরণ করবে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »