পাকিস্তান সফর নিয়ে শঙ্কা!

সাজিদা জেসমিন »

দুই দফা পাকিস্তান সফর শেষ হয়েছে ইতিমধ্যেই। ৩ দফায় এই সফর হওয়ার কথা রয়েছে। ৩য় এবং শেষ দফা সফরে একটি ওয়ানডে ও দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। তবে বর্তমান সময়ে করোনা ভাইরাসের প্রকোপে অনিশ্চয়তার মুখে পড়েছে এই সফর।

করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ইতিমধ্যেই পাকিস্তানে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধঘোষণা করা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দ্রুত বৈঠকের মাধ্যমে এই ব্যাপারে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন।

পাপন গণমাধ্যমে বলেন, ‘দেখি। ওটা ধাপে ধাপে হবে। পাকিস্তান সিরিজ নিয়ে আমরা দ্রুত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিবো।’

বিশ্বজুড়ে করোনার প্রকোপের কারণে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিসিবি কর্তৃক আয়োজিত বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের সিরিজ ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে। সেই সাথে ভারতীয় শিল্পী এ আর রহমানকে নিয়ে আয়োজিত কনসার্ট ও অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে স্থগিত। পরবর্তীতে এই ব্যাপারে ভাবা হবে বলে জানানো হয়েছে।

এখন বাদ রইলো পাকিস্তান সফর। ভাইরাসের এই বিশ্বব্যাপী আক্রমণকে উপেক্ষা করে দল সফরে যাবে কিনা? নাকি স্থগিত করা হবে – তা বিসিবির আলোচনা মূলক বৈঠকের পর পাওয়া বিবৃতি থেকেই জানতে পারা যাবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »