https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
বহুল আলোচিত পাকিস্তান সফরের জন্য ওয়ানডে ও টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ওয়ানডে সিরিজের জন্য লঙ্কান দলের অধিনায়ক করা হয়েছে লাহিরু থিরিমান্নেকে। অন্যদিকে সংক্ষিপ্ত ফরম্যাট টি-২০তে দলনেতার দায়িত্ব তুলে দেয়া হয়েছে দাসুন শানাকার হাতে।
শুরুতে টেস্ট সিরিজ আয়োজনের কথা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে দুই বোর্ডের সমঝোতায় সেটা নিয়ে আসা হয় ওয়ানডে ও টি-২০ সিরিজে।
শেষ মুহূর্তে এসে এই সিরিজ নিয়ে বেঁকে বসেছেন শ্রীলঙ্কা দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার। নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর বর্জন করার তালিকায় আছেন লাসিথ মালিঙ্গা, এঞ্জেলো ম্যাথিউস, সুরাঙ্গা লাকমল, দীনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, থিসারা পেরেরা ও নিরোশান ডিকওয়েলা সহ দশজন।
এক নজরে পাকিস্তান সফরের জন্য শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড
লাহিরু থিরিমান্নে (অধিনায়ক), সাদিরা সামাবিক্রমা, দানুশকা গুনাথিলাকা, অভিষেকে ফার্নান্দো, ওশানা ফার্নান্দো, দাসুন শানাকা, শেহান জয়াসুরিয়া, অ্যাঞ্জেলো পেরেরা, মিনোদ ভানুকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুয়ান প্রদীপ, লাক্সান সান্দাকান, কাসুন রাজিথা, লাহিরু কুমারা এবং ইসুরু উদানা।
এক নজরে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-২০ স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক),সাদিরা সামাবিক্রমা, ভানুকা রাজাপাকসে, দানুশকা গুনাথিলাকা, অভিষেকে ফার্নান্দো, ওশানা ফার্নান্দো, শেহান জয়াসুরিয়া, অ্যাঞ্জেলো পেরেরা, মিনোদ ভানুকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুয়ান প্রদীপ, লাহিরু মাদুশাঙ্কা, লাক্সান সান্দাকান, কাসুন রাজিথা, লাহিরু কুমারা এবং ইসুরু উদানা।