পাকিস্তান যেতে চান না কয়েকজন শ্রীলঙ্কান ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পাকিস্তান সফর নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। আবার একই মাসের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল)। আর এজন্যই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট খেলার জন্য বোর্ডের কাছে অনাপত্তিপত্রের আবেদন করেছেন দুইজন লঙ্কান ক্রিকেটার। একইসাথে পাকিস্তান সফরে যেতেও অনিচ্ছুক আরো কয়েকজন ক্রিকেটার।

৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল)। এই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকবেন লঙ্কান ক্রিকেটাররা। কিন্তু এই সিরিজ পরেই সিপিএলে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা। কিন্তু মাসের শেষে আবার পাকিস্তান সফর বিপদে ফেলে দিয়েছে লঙ্কানদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডের কয়েকজন ক্রিকেটারই পাকিস্তান সফরে যেতে চাচ্ছেন না। এর মধ্যে সহ – অধিনায়ক নিরোশান ডিকভেলা ও টি-টোয়েন্টি স্পেশালিষ্ট অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা পেসারা ছাড়াও আছেন আরো কয়েকজন। কিন্তু এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে কেবল থিসারা পেরেরাকে শর্তসাপেক্ষে অনাপত্তিপত্র দেওয়া হতে পারে। কিন্তু পাকিস্তান সফরের আগে পেরেরাকে আবার দেশে ফিরে আসতে হবে।

আরো জানা গেছে কিউইদের বিপক্ষে সিরিজ শেষে ক্রিকেটারদের সাথে বসবেন বোর্ড কর্তারা। শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী হরিণ ফার্নান্দোও উপস্থিত থাকবেন। ক্রিকেটারদের পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে রাজি করানোই এই আলোচনার মূল বিষয় হবে সেটা বুঝতে অসুবিধে হচ্ছে না

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »