নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ২৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। পরের দু’টি ম্যাচ হবে ২৮ ও ৩০ অক্টোবর। প্রথম ওয়ানডে হবে ২ নভেম্বর। ২য় ও শেষ ওয়ানডে হবে ৪ নভেম্বর। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান গেছে রোমানারা। গতকাল রাতে পাকিস্তানে পৌঁছেছে সবাই। লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোমানাদের বরণ করে নেন পিসিবি।
বাংলাদেশ স্কোয়াড : সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান শুকতারা, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, লতা মণ্ডল, পান্না ঘোষ, এক্কা মণ্ডল, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা সুপ্তা ও সানজিদা আক্তার মেঘলা।