https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
পাকিস্তান জাতীয় দলের হেড কোচের পদে নিয়োগ পাচ্ছেন দেশটির সাবেক ব্যাটসম্যান মিসবাহ উল হক এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল সব স্থানেই। তবে এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মিসবাহ নিজেই।
বিশ্বকাপের পর পাকিস্তানের কোচিং স্টাফে পরিবর্তন আনে পিসিবি। যেখানে হেড কোচ মিকি আর্থার সহ বরখাস্ত করা হয় পুরো কোচিং স্টাফকেই। তবে শূন্য স্থান পূরণ করতে পিসিবি যে মরিয়া সেটা আর বলার অপেক্ষা রাখে না।
পাকিস্তানের হেড কোচ বিদায় করে দেয়ার পর সামনে ঘরোয়া ক্রিকেট আর টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচীকে সামনে রেখে ২০ জন ক্রিকেটার নিয়ে যে কন্ডিশনিং ক্যাম্প হচ্ছে সেতার দায়িত্ব তুলে দেয়া হয়েছে মিসবাহর কাছে।
পাকিস্তানের হেড কোচ হবার ক্ষেত্রে যে গুঞ্জন উঠেছিল মিশবা হকে নিয়ে সেই গুঞ্জন সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘খেলোয়াড়দের সহায়তা করাই এখন আমার মূল লক্ষ্য। ভিভিন্ন সময়ে খেলতে গিয়ে এইসব খেলোয়াড়দের সাথে আমি কাজ করেছি। তাদের সাথে কীভাবে কাজ করতে হবে তাই সেটা আমি জানি।’
‘কোচের পদে আমি আবেদন করতে পারব কিনা এ ব্যাপারে এখনও আমি সিদ্ধান্ত নেইনি। আমার কোচ হওয়ার ব্যাপের যে সকল খবর ছাপা হয়েছে সেগুলো সবই অনুমান করে লেখা।’