পাকিস্তানের বিশ্বকাপ দলের সাথে আমির!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বপক্ষে সিরিজের জন্যও রয়েছে বিশ্বকাপ সোয়াডের বাইরে থাকা একাধিক ক্রিকেটার। যার মধ্যে অন্যতম হলেন পেসার মোহাম্মদ আমির।

পাকিস্তানের এই গতি তারকার জায়গা বিশ্বকাপের স্কোয়াডে না হলেও ইংল্যান্ড সিরিজে হয়েছে। সেখানে নিজেকে প্রমাণ করতে পারলে হয়তো মিলতেও পারে বিশ্বকাপের টিকিট।

এদিকে পাকিস্তানের বিশ্বকাপ দলের সাথে দেখা করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান দেখা করার সময় এদিন বিশ্বকাপ স্কোয়াডের সাথে দেখা যায় মোহাম্মদ আমিরকে। ফলে গিউঞ্জনের সৃষ্টি হয়েছে আমির কি তাহলে বিশ্বকাপ স্কোয়াডের সাথে যোগ দিয়েছেন।

ইমরান খানের সাথে দেখা করার পর উচ্ছ্বাস প্রকাশ করে  মোহাম্মদ হাফিজ বলেন, ‘আমাদের অধিনায়ক ও মাননীয় প্রধানমন্ত্রীর ইমরান খানের সঙ্গে সাক্ষাত পেয়ে দারুণ আনন্দিত। ইনশাল্লাহ তার নির্দেশনা অনুসরণ করে তার দেখানো পথে হেঁটে দেশকে বিশ্বকাপ এনে দেব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »