পাকিস্তানের দিবা-রা‌ত্রি’র টে‌স্টে’র প্রস্তা‌বে বাংলা‌দে‌শের না!

শোয়েব আক্তার »

নিরাপত্তা শঙ্কার কার‌ণে বাংলা‌দে‌শের পা‌কিস্তান সফর প্রায় ভে‌স্তে যা‌চ্ছিল। দুবাই এ আইসি‌সি সভাপ‌তির মধ্যস্ততায় তিন দফায় পাকিস্তানে পূর্ণাঙ্গ সি‌রিজ খেল‌তে সম্মত হয় বাংলা‌দেশ ক্রি‌কেট বোর্ড বি‌সি‌বি। ইতোম‌ধ্যে সফরের প্রথম দুই ধাপ শেষ হ‌য়ে‌ছে। লাহোরে টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচ টেস্ট সি‌রি‌জের প্রথম টেস্ট‌টি রাওয়ালপিন্ডিতে অনু‌ষ্ঠিত হ‌য়ে গে‌ছে। মাঝখা‌নে জিম্বাবু‌য়ে কে আতি‌থেয়তা দে‌বে বাংলা‌দেশ। অন্য‌দি‌কে পা‌কিস্তা‌নে অনু‌ষ্ঠিত হ‌বে তা‌দের ঘ‌রোয়া টি-২০ লিগ পি‌সিএল। সি‌রি‌জের দ্বিতীয় টেস্ট অনু‌ষ্ঠিত হ‌বে এপ্রিলে, করাচিতে। সেখানে টেস্টের সঙ্গে থাকবে একটি ওয়ানডে ম্যাচ ও।

করাচির টেস্ট ম্যাচটি ফ্লাডলাই‌টের আলোয় খেলার প্রস্তাব দেওয়া হ‌য়ে‌ছিল পি‌সি‌বি’র পক্ষ থে‌কে। তবে পা‌কিস্তা‌নের এ প্রস্তা‌বে সাড়া দেয় নি বাংলা‌দেশ ক্রি‌কেট বোর্ড(বি‌সি‌বি)। ব্যাপারটি যথা সময়ে পিসিবিকে জানিয়ে দেওয়া হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বি‌সি‌বি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তি‌নি ব‌লেন, “ব্যাপারটা আমরা বোর্ড সভায় আলোচনা করেছি। কেউ ই গোলা‌পি ব‌লে টেস্ট খেলার প‌ক্ষে নয়।”

‌বোর্ড সূ‌ত্রে জানা গেছে, পা‌কিস্তা‌নের প্রস্তাব নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় ব‌সে‌ছিল বিসিবি। কিন্তু তারা দিবা-রা‌ত্রি’র টেস্ট খেলার যথাযথ প্রস্তুতি নেই ব‌লে জা‌নি‌য়েছেন বোর্ডকে। এর আগে, পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান পা‌কিস্তা‌নের গণমাধ্যম কে জা‌নি‌য়ে‌ছি‌লেন করাচি টেস্ট দিন-রা‌তের আয়োজন করার ব্যাপারে একটি প্রস্তাব বিসিবিকে দেওয়া হয়েছে।

টেস্ট ক্রিকেটে সময়টা মো‌টেও ভালো যাচ্ছে না বাংলাদেশর। টানা তিন টে‌স্টে পাওয়া গে‌ছে ইনিংস হা‌রের লজ্জা। নি‌জে‌দের সর্ব‌শেষ দশ টেস্ট হা‌রের বৃ‌ত্তে ঘুরপাক খা‌চ্ছে মু‌মিনুল হ‌কের দল। দে‌শের বাই‌রে ও সর্ব‌শেষ আট ম্যা‌চে ও হে‌রেছে বাংলা‌দেশ। গত এক বছরে ঘরের মাঠে বাংলাদেশ হেরেছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে ম‌তো দ‌লের কা‌ছে ও।

গত নভেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধে দিনরা‌ত্রি’র টেস্ট খেলেছিল বাংলা‌দেশ। কলকাতা টেস্ট ম্যাচ‌কে ঘি‌রে ব‌র্নিল আয়োজন ক‌রে‌ছিল ভারতীয় ক্রি‌কেট বোর্ড। ভারতীয় বোর্ড প্রধান সৌরভ গাঙ্গু‌লি’র আমন্ত্র‌নে টেস্ট ম্যাচ উপ‌ভোগ কর‌তে মা‌ঠে উপ‌স্থিত ছি‌লেন। দুই দে‌শের তারকা‌দের মিলন‌মেলা ব‌সে ছিল সেই টেস্ট ম্যাচ কে ঘি‌রে। বস্তুত দুই দে‌শের জন্যই ম্যাচ‌টি ছিল প্রথম গোলা‌পি ব‌লের টেস্ট। তবুও বিরাট কোহ‌লি’র ভার‌তের কা‌ছে ইনিংস ব্যবধা‌নে হে‌রে‌ছিল মু‌মিনুল’রা। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ও ইনিংস ব্যবধানে হেরেছে বাংলা‌দেশ। এমতাবস্থায় করাচিতে দিবারা‌ত্রি’র টেস্ট খেলতে চাইছে না বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »