পরিবর্তন করা হলো বিপিএলের দলগুলোর নাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিপিএল শুরু হতে আর এক মাসও বাকি নেই। তাই তো চারিদিকে বিপিএল শুরু হয়ে আলোচনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে এবারের বিপিটএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। গত সব বারের ন্যায় না করে এবার নিজেদের অর্থায়নে বিপিএল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) ।

আগের ফ্র্যাঞ্চাইজিরা না থাকলেও নতুন ৫ টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে পৃষ্ঠপোষকের আর বাকি দুইটা দলের দায়িত্বে থাকবে বিসিবি নিজেই। কোচ, কর্মকর্তা সব কিছুই দেখাশোনা করবে বিসিবি। তবে প্রতিটি প্রতিষ্ঠানের একজন করে থাকবে টিম ডিরেক্টর হিসেবে। প্রতিষ্ঠান ও বিসিবি যৌথভাবে পরিচালনা করবে প্রতিটি দল।

এবারের বিপিএলের জন্য স্পন্সরের দায়িত্ব পেয়েছে জিবিনি ফুটওয়্যার কোম্পানী, আখতার ফার্নিচার, যমুনা ব্যাংক, আইপিসি, মাইন্ড ট্রির মতো প্রতিষ্ঠান গুলো। আর বাকি দুই দলের সর্বকিছুর দায়িত্বে থাকবে বিসিবি।

স্পন্সরশীপ নেয়ার পরই দল গুলোর নাম পরিবর্তন করেছে তাদের প্রতিষ্ঠান গুলো। সুরমা পাড়ের দল সিলেটের সত্ত্ব পেয়েছে জিবিনি ফুটওয়্যার কোম্পানী। গতবছর সিলেট সিক্সার্স নামে বিপিএল মাতানো দলটি এবার দেখা যাবে সিলেট থান্ডার্স নামে।

ফার্নিচার কোম্পানী আখতার গ্রুপ স্পন্সর পেয়েছে গতবারের চিটাগাং ভাইকিংসের। তারা দলের নাম পরিবর্তন করে রেখেছে চিটাগাং চ্যালেঞ্জার্স। গতবছরের ঢাকা ডাইনামাইটসের পৃষ্ঠপোষকতা পেয়েছে যমুনা ব্যাংক। তারা তাদের ঢাকার নামকরণ করেছে ঢাকা নওয়াব। গতবছরের রাজশাহী ভাইকিংসের দায়িত্বে থাকা আইপিসি তাদের দলের নাম পরিবর্তন করে রেখেছে রাজশাহী রানার।

আগামী মাসের ৬ ডিসেম্বর থেকে বিপিএল শুরুর কথা থাকলেও কিছু জটিলতার কারনে তা পিছিয়ে নেয়া হয়েছে ১১ ডিসেম্বর। এবারের বিপিএলের প্লেয়ার ড্রাফটস অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর আর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ৮ ডিসেম্বর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »