নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে সেরা অলরাউন্ডারদের তালিকা করা হলে হার্দিক পান্ডিয়ার নামটা উপরের দিকেই থাকবে। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি মিডিয়াম পেস, সবমিলিয়ে কার্যকরী এক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বর্তমান সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে হার্দিক বিশ্বের সেরা অলরাউন্ডার এমনটাই মনে করেন রিকি পন্টিং।
সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেই নতুন এক হার্দিককে দেখছে ক্রিকেট বিশ্ব। একটা সময় দলে তার কাজ ছিল শুধুই শেষ দিকে এসে দ্রুত রান তোলা। তবে সর্বশেষ আইপিএল থেকে নিজের ব্যাটিং কৌশলে পরিবর্তন আনেন। পাশাপাশি চোট কাটিয়ে বল হাতেও নিয়মিত হয়ে উঠেন এই অলরাউন্ডার।
চলমান এশিয়া কাপেও এই ধারা ধরে রেখেছেন হার্দিক। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে একা সমীকরণ পাল্টে দেন হার্দিক।
পন্টিং বলেন, “হার্দিক খেলাটা ভালো বুঝে। আগের যেকোনো সময়ের চেয়ে এখন আরও বেশি ভালো বুঝে। বর্তমান সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সে সম্ভবত বিশ্বের সেরা অলরাউন্ডার এবং ওয়ানডে ক্রিকেটেও সে কার্যকরী।”
শুধু পন্টি নয়, হার্দিকের বন্দনায় মাতোয়ারা বিশ্বের অনেক রথী মহারথীই। কয়দিন আগে মিকি আর্থার বলেছিলেন, “হার্দিক দলে থাকা মানে ভারত ১২ জন নিয়ে খেলছে। আমি যখন দক্ষিণ আফ্রিকা দলের কথা মনে করিয়ে দেয়, যখন আমাদের জ্যাক ক্যালিস ছিল। আপনার দলে এমন একজন ক্রিকেটার আছে যে চার পেসারের একজন এবং সেরা পাঁচে ব্যাটিংও করে।”